3d এবং 4P অরবিটালের মধ্যে 3d অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে।কারণ আমরা জানি দুইটি অরবিটালে (n+l) এর মান সমান হলে যার n এর মান কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে।আর এখানে 3d এবং 4p এর মধ্যে 3d অরবিটালের n এর মান কম।তাই 3d এবং 4p অরবিটালের মধ্যে 3d অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে।

Talk Doctor Online in Bissoy App
Call

3d তে আগে প্রবেশ করবে । দুটি অরবিটলের N এর মান যার কম হবে সেখানে আগে প্রবেশ করবে. 3d অরবিটালে, (N=3, l=2 ) =5 4P অরবিটালে, (N=4, l=1)=5 অথাৎ 3d তে আগে প্রবেশ করবে । N+l এর মান সমান হওয়া সত্বেও শুধু n এর মান কম হওয়ার কারণে 3 d অগে প্রবেশ করবে ।

Talk Doctor Online in Bissoy App