Call

আপনি একই সাথে পোল্ট্রি এবং টার্কি মুরগি ফার্ম করতে পারেন।এর জন্য অবশ্যই আপনার ক্যাশ পাঁচ হাজারের উপরে হতে হবে।তবে আপনি যদি ব্যবসাটা একবার জমিয়ে তুলতে পারেন তাহলে আপনার প্রচুর ইনকাম হবে।বর্তমানে টার্কি মুরগি বাজারের সেরা।এই মুরগির ডিম প্রায় পাঁচশো টাকা জোড়া।এই মুরগির প্রধান খাদ্য ইটার গুড়ি,ছানচি ঘাস,কচি পাতা ইত্যাদি।দুইটি ছাগল পালা আর দুইটি টার্কি পালা একি কথা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
মুরগীল ফার্ম দিলে খরচের আনুমানিক হিসাব।
ঘর করতে মিনিমান ১০ হাজার,
খাবার প্রথমে মিনিমান ৫০০০ হাজার
মুরগীর বাচ্চা কিনতে ৪০০০ হাজার,
অন্যান্য ৫০০০ হাজার টাকা
মোট খরচ ২৪ হাজার টাকা লাগবে প্রাথমিক ভাবে। আপনি আরো কম খরচে নরমাল করেও করতে পরবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যদি 500 মুরগি ফার্ম করতে চান ।তাহলে আপনার খরচ হবে 20,000 টাকা ।তারপরে মুরগি বাচ্ছা সহ ও খাদ্য এবং ঔষধ দিয়ে 45000 টাকা খরচ হবে ।আর বিক্রয় হবে রেড আনুসারে লাভহবে মিনিমাম 10000 টাকা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ