শেয়ার করুন বন্ধুর সাথে

তাবলীগ করা জায়েজ তো বটে বরং ফরজে কেফায়া, কোনো একদল মুসলমান দ্বীন প্রচারের কাজে নিয়জিত থাকলে সবার পক্ষ থেকে এ ফরজ আদায় হয়ে যাবে। তাহলে দ্বীনের এ মহৎ কাজ কি করে নাজায়েজ হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তাবলীগ করা ফরজ। আল্লাহর রাসুল সঃ সহ সকল সাহাবি গন তাবলীগ করেছেন। এখন প্রশ্ন হলো বর্তমান প্রচলিত তাবলীগ আর আল্লাহর রাসুল সঃ এর তাবলীগ কি একই তাবলীগ?? উত্তর হবে না। বর্তমান প্রচলীত তাবলীগ আবিষ্কৃত হয়েছে মাত্র ১০০-১১০ বছর আগে যা মাওলানা ইলিয়াসুর রহমান সাহেব স্বপ্নযোগে পেয়েছেন। আসলে বর্তমানে যেটা তাবলীগ বলা হচ্ছে এটার নাম তালিম। তাবলীগ নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

তাবলীগ অবস্যই জায়েজ, তাবলীগের লোক কারো কাছে কোনো প্রতিদান চায়না। এরা দ্বীন প্রচারে আল্লাহর কাজে নিয়জিত। 

এ সম্পর্কে বিস্তারিত পড়ুন

,এখান থেকে,

আসা করি সব বুজতে পারবেন।

ধন্যবাদ, 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ