শেয়ার করুন বন্ধুর সাথে

অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ৮।আর এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যা হলো ৮ টি।সেগুলো হলো: (০,১,২,৩,৪,৫,৬,৭) ।অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে ৭ এর পরের সংখ্যাটিকে ১০ লেখা হয়।তাই অক্টাল সংখ্যা পদ্ধতিতে ৫+৩ = ৮ না লিখে ৫+৩ = ১০ লেখা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ