rjrahman

Call

। হস্তমৈথুন হলো একটি বদ অভ্যাস । এর ফলে শুক্রাণু বা স্পার্ম (sperm) এর কোন ক্ষতি করে না।শুক্রানুর সংখ্যা সাময়িক ভাবে কমে যেতে পারে ,তবে কিছুদিন হস্তমৈথুন না করলে তা আবার স্বাভাবিক হয়ে যায় ।তবুও আপনি যদি প্রায়ই হস্তমৈথুন করেন তাহলে আপনার বীর্য কিছুটা তরল দেখা যেতে পারে। যেহেতু বীর্য তৈরি হয় অন্ডকোষে, তাই বেশি হস্তমৈথুনের ফলে, অণ্ডকোষে বীর্যরস তৈরিতে ব্যাঘাত ঘটতে পারে। অত্যধিক হস্তমৈথুন করা দ্রুত বীর্যপাত সমস্যার অন্যতম কারন।।এর ফলে দ্রুত বীর্যপাত হয়।।।আপনি এই কাজ থেকে বিরত থাকুন।কুচিন্তা, মেয়েদের সাথে মেলামেশা না করা, নিয়মিত খেলাধূলা করা আর সর্বোপরি নামাজ পড়া ও ধর্মীয় অনুশাষন মেনে চলা ও চোখের হেফাজতই হস্তমৈথুন থেকে বাঁচার পথ। আপনি হস্থমৈথুন করেন তাই, দ্রুত বীর্যপাত একটি বড় সমস্যা।এ জন্য আপনাকে অযথা সংকোচ না করে হোমিওপ্যাথিক চিকিৎসা নিন।। হোমিওপ্যাথি আপনার যৌন শক্তির কোনো প্রকার হেরফের না করেই মাত্র ৭-১৫ দিনের মধ্যেই আপনাকে পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সম্ভব হবে।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হস্তমৈথুনে ৩০ সেকেন্ড বীর্যপাত হতেই পারে|মিলনে এর চেয়ে বেশি সময় পাবেন ইনশাআল্লাহ|হস্তমৈথুনের ফলে দ্রুত বীর্যপাত, বীর্যপাতলা, ঘনত্ব কমে যাওয়া সহ নানা যৌন সমস্যা দেখা দেয়|এই কাজ করা মানে ভবিষ্যত যৌন জীবন ধ্বংস করার সামিল|তাই হস্তমৈথুন পরিত্যাগ করেন| আর নিয়মিত দুধ, ডিম, মধু, ফলমূল ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য নিয়মিত চালিয়ে যান|এতে এসব সমস্যা ধীরে ধীরে দুর হয়ে যাবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ