live_khan

Call

চিকন থেকে মোটা হতে হলে আপনার শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে হবে তার জন্য আপনি ভিটামিন জাতীয় ঔষধ ডাক্তারের পরামর্ষে খেতে পারেন।তাছারা শাকসবজী জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Isan

Call

মোটা হতে ঔষধের প্রয়োজন হয়না। শুধু নিয়ম করে খাবার খাবেন। পুষ্টিযুক্ত খাবার খাবেন। দেখবেন আপনি মোটা হয়ে গিয়েছেন। আর মুখের ব্রণ দুর করতে আপনি পাকা পেপে মুখে লাগান ব্রণ দুর হয়ে যাবে। পেয়াজ লাগালেও ব্রণ দুর হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসোলে মোটা হবার অনেক ঔষধ বাজারে পাওয়া যায়, তবে আপনি BG phose নামে একটা ইন্ডিয়ান সিরাপ আছে সেটা সেবন করতে পারেন, এটা ব্যাবহারে আপনি শক্তি অনুভব করবেন আর ধিরে ধিরে সুসাস্থের অধিকারী হবেন ইন্শআল্লাহ, দ্বিতীয়ত মুখের ব্রণ, যেটা দুর করতে হলে আপনাকে পানির সাহায্য নিতে হবে, বেশি বেশি পানি পান করায় ব্রণের মহৌষধ, সবসময় মুখ পরিস্কার রাখুন আর ব্রণের জন্য যদি ত্বকে ছোট ছোট গর্ত তৈরি হয় তবে মুখ ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করত খাঁটি সরিষার তৈল ব্যাবহার করূন এবং পর্যাপ্ত ঘুম পাড়ুন, ধন্যবাদ,,,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মানুষ চায় স্মার্ট হতে আর আপনার পরিকল্পনা সবার বিপরীত!যাই হোক,আপনি যদি হঠাৎ করে মোটা হওয়ার জন্য কোন ঔষধ সেবন করেন তাহলে পার্শ্বপ্রতিক্রীয়া থেকে বাচার ১%ও গ্যারান্টি নেই,মানুষের শরীরের প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ হলেই পরবর্তীতে স্বাস্থের পরিবর্তন হবে এটাই স্বাভাবিক, আপনি ভায়োজিন(৩০০৳) সেবন করুন,আপনার খানার রুচি অসাভাবিক ভাবে বেড়ে যাবে,একদম পার্শ্ব প্রতিক্রীয়া মুক্ত ঔষধ,আর পাশাপাশি দুধ বা ফলের রসের সাথে ছাফি সিরাপ(১৪০৳)সেবন করুন,এটা আপনার শরীর বাড়তি ওজন কমিয়ে আপনাকে স্মার্ট করে তুলবে,আর আপনার ত্বককে করবে আকর্ষনীয়।আপনার জন্য এই দু'টি ঔষধ আমি যথার্থ মনে করি,অবাস্তব মনে হলেও একবার সেবন করে দেখুন,আর উপকার হলে আমার জন্য দোয়া করবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mazharu

Call

কোন ঔষধ খেয়ে মোটা হওয়া সম্ভব নয়।কারন এমন কোন ঔষধ এখনো তৈরি হয় নি।তবে ভিটামিন এর কিছু ফাইল আছে যেগুলো খেলে আপনার খাবার রুচি কিছু দিনের জন্য হলেও বাড়াবে।তবে এগুলোর সাইড এফেক্ট ও আছে।এই ঔষধ গুলো খেলে আপনার লিভারে পানি জমতে পারে।যার ফলে আপনি মারাও যেতে পারেন।আর আরেক টা হল এই ঔষধ গুলো শেষ হবার পর আপনারা রুচি এতটাই কপমে যাবে যে আগের চেয়ে বেশি রুচিহীন হয়ে পরবেন।তাই আমার মতে ঔষধ খেয়ে মোটা হওয়ার কথা মাথায় আনবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ