live_khan

Call

ভাই আত্নহত্যা মহাপাপ যে আত্নহত্যা করে মারা যাবপ সে কখনো জান্যাতে যেতে পারবে না।আর তার সাস্তি বর ভয়াভয় মানুষ এর জীবনে বাধা আসবেই আর এগুলো সঠিক পদ্ধতি অবলম্বন করে কাটিয়ে উঠতে হয়।আমার পরামর্শ আপনি ভালো কোনো হোমিও ডাক্তার দেখান ধৈর্য সহকারে চিকিৎসা করান সময় একটু বেশি নিলেউ আপনি ইনশআল্লাহ ভালো হয়ে যাবেন।আর শৈতানের জালে পরে নিজের জীবন ধ্ধংস করার চিন্তা মাথায় আনবেন না কারণ এর পরিণতে খুব ভয়াবয়।দেখুন রাস্তায় কত লোকের হাত নেই পা নেই সারাদিন শীতে/গ্রীস্মকালের রোধে মাটিতে পরে থেকে টাকা তুলে সে তো কখনো এইরকম চিন্তা ভাবনা মাথায় আনে না।আপনার উচিত তাদের কথা চিন্তা করা এবং শিক্ষালাভ করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দুপুরের খাবারের পর ২ টা পাকা কলা খান কোন কিছু খাওয়ার সময় অতিরিক্ত পানি পান করা থেকে বিরত থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভালো চিকিৎসা না হওয়ায় আপনি হতাশ। ধৈর্য্য রাখুন৷ মেইল এ বিস্তারিত জানান৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Gggvxx

Call

1/ ভাই আপনি বেশি করে পানি খাবেন না। প্রতিদিন 6গ্লাস পানি খাবেন। পানি খাওয়ার দুইটি নিয়ম: (1) প্রতিবার যেকোনো খাবার খাওয়ার পর 2গ্লাস পানি পান করবেন। (2) প্রতিবার পরিশ্রম করার পর শরীর থেকে ঘাম ঝরলে 1গ্লাস পানি পান করবেন। শরীর থেকে ঘাম না ঝরলে পানি পান করবেন না। 2/ লবন খাবেন না। 3‌/ মিষ্টিজাতীয় খাবার খাবেন না। 4/ প্রতিদিন শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। 5/ ডায়াবেটিস অথবা মূএনালীতে ইনফেকশনের সমস্যা থাকলে ঘন ঘন প্রসাব হয়। তাই আপনার ডায়াবেটিস এবং মূএনালিতে ইনফেকশন আছে কিনা পরীক্ষা করিয়ে নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ