হাসানের বাবা একজন বৈজ্ঞানিক। একদিন তিনি একটি বিশেষ ক্ষমতা সম্পন্ন লাল ও নীল ট্যাবলেট আবিস্কার করেন। যদি কেউ একটি লাল ও একটি নীল ট্যাবলেট এক সাথে খেয়ে ফেলে তবে তার শারীরিক শক্তি কয়েক হাজার গুন বৃদ্ধি পাবে এবং সে কয়েক জনের সাথে যুদ্ধ করে শত্রুদের পরাজিত করতে পারবে। যে রাত্রে তিনি এই ট্যাবলেট আবিস্কার করেন সেই রাত্রে তিনি হাসানের কাছে দুইটা লাল ও দুইটা নীল ট্যাবলেট দিয়ে দেন এবং তিনি হাসানকে সতর্ক করে বললেন যে যদি লাল ও নীল ট্যাবলেট এক সাথে খাওয়া না হয় কিংবা একাধিক লাল বা নীল ট্যাবলেট একবারে/একসাথে সেবন করা হয় তাহলে মৃত্যু নিশ্চিত। হাসান ট্যাবলেট চারটি নিয়ে ল্যাব থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলো। যাত্রা পথে হাসানকে একদল ডাকাত আক্রমণ করলো, ডাকাতরা হাসানকে চোখ বেধে একটি সম্পূর্ণ অন্ধকার ঘরে আটক করে রাখলো। এমন সময় হাসানের ট্যাবলেটের কথা মনে পড়ে গেল যা তার বাবা দিয়েছিল। হাসান তার পকেট থেকে ট্যাবলেট চারটি বের করলো কিন্তু তার চোখ বাধা থাকায় সে বুঝতে/দেখতে পারছিলো না যে কোনটি লাল কোনটি নীল ট্যাবলেট। হাসান চোখের বাধন খুলে ফেললো তবুও কাজ হলো না কারণ ঘরটি ছিল খুব অন্ধকার সে কোন ভাবেই লাল ও নীল ট্যাবলেট সনাক্ত করতে পারছিলো না। এমন পরিস্থিতিতে কিভাবে হাসান একটি লাল ও একটি নীল ট্যাবলেট সনাক্ত করতে পারবে ?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হাসান সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তারপর সনাক্ত করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

মোট ৪ টি ট্যাবলেট।  দুটি লাল এবং দুটি নীল।। এখান

থেকে একটি লাল এবং একটি নীল ট্যাবলেট খেতে

হবে।

হ্যাঁ,  ঘুটঘুটে অন্ধকারেও একটি লাল ও একটি নীল 

ট্যাবলেট খাওয়া যাবে।

প্রতিটি ট্যাবলেটের অর্ধেক করে ভেঙ্গে খেতে হবে।

তাহলে,  দুটি লালের অর্ধেক + অর্ধেক = একটি

এবং, দুটি নীল ট্যাবলেটের অর্ধেক + অর্ধেক = একটি।

প্রতিটি ট্যাবলেট অর্ধেক করে খেয়ে নিজের প্রাণ রক্ষা

করা সম্ভব হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ