Call

শুধু মাত্র শুক্র গ্রহকে খালি চোখে দেখা যায়। রাতের আকাশে যে তারাটিকে সন্ধ্যা তারা ও সকালের আকাশে শুক তারা নামে যে তারাটিকে দেখি, সেটি শুক্র গ্রহ || বুধ গ্রহের রং কালো, শুক্রের রং উজ্জল, শুক্রের পর পর পৃথিবী ও বৃহস্পতি গ্রহের রং উজ্জল এবং মঙ্গল গ্রহের রং লাল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শুধুমাত্র শুক্র গ্রহ কে খালি চোখে দেখা যায়। বুধের রং কালো, শুক্রের রং সোনালি, পৃথিবীর রং মহকাশ থেকে নীল, মঙ্গলের রং লাল, বৃহস্পতির রং বাদামি, শনির রং বাদামি, ইউরেনাসের রং ঝাপসা সবুজ এবং নেপচুনের রং নীল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ