আলহামদুলিল্লাহ শুনে ভাল লাগলো আপনি আল্লাহর রাসূলের বাগান মাদ্রাসায় পড়ার জন্য আগ্রহী হয়েছেন। ভাই আপনার আগ্রহ আছে আপনি হাফিজে কোরআন হতে পারবেন খুব দ্রুত।কারণ শিখার প্রতি আগ্রহ থাকলে দ্রুত শিখতে পারবেন।এর জন্য আপনাকে হাফেযি মাদ্রাসায় ভর্তি হতে হবে আর আপনি আলিয়া মাদ্রাসায় পড়ে কামিল তথা টাইটেল পাশ করে আলিম হতে চাইলে আপনাকে দাখিল ৯ম শ্রেণিতে আলিয়া মাদ্রাসায় ভর্তি হতে হবে। স্কুল থেকে ৮ম শ্রেণি পাশ করে নবম শ্রেণিতে ভর্তি হওয়া যায়। বাট এসএসসি পাশ করে আপনি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না আলিম(এইচ এস সি) তে।আলিম হওয়ার ইচ্ছা থাকলে আপনি আলিয়া মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হতে হবে। আর আলিয়া মাদ্রাসায় পড়ার পাশাপাশি আপনি কোরআনের হাফেয হওয়ার জন্য হাফেযি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন এবং এক সাথে ২ টি চালাতে পারবেন।তবে তা খুবই কষ্টকর হবে,কিন্তু আপনার আগ্রহ আর চেষ্টা থাকলে পারবেন।দোআ আর শুভ কামনা রইলো আপনার জন্য।

Talk Doctor Online in Bissoy App
Call

আলহামদুলিল্লাহ ভালো উদ্দেশ্য

কেন সম্ভব নয়

তবে আমার মতে s.s.c পরিক্ষা শেষে কোন ভালো মাদ্রাসাতে

ভর্তি হয়ওয়া টাই ভালো হবে।

কারণ তখন হাতে ৩ মাস সময় পাবেন

এবং কলেজে উঠে বেশি কলেজে যেতে হত না তখন ও সময়

পাবেন।

আশা করি বুঝতে পেরেছেন

Talk Doctor Online in Bissoy App

আপনি চেষ্টা করলে অবশ্যই একজন আলেম বা মাওলানা হতে পারবেন। তাই চেষ্টা করতে থাকুন। অনেক শুভ কামনা রইল।

Talk Doctor Online in Bissoy App
Call
    আলহামদু লিল্লাহ... অবশ্যই পারবেন!  
কথায় আছে না ইছা থাকলে উপায় হয়,আমার মতে আপনি এস এস সি, পরিক্ষা দিয়ে দেন তার পর হাফিজি মাদ্রাসায় ভর্তি হবেন। ৩ বছরে হাফেজ হওয়া সম্ভব। আজকাল ছাত্ররা হচ্ছে...কলেজে ও ক্লাস চালিয়ে নিবেন চালানো সম্ভব, আমি চালিয়েছি। হাফেজি শেষ করে আলিমি বিভাগে ভর্তি হবেন শর্ট কোর্সে ৭ বছরে আলিম হওয়া সম্ভব। উভয় শিক্ষায় শিক্ষত হবেন, হতে পারবেন। আজকালকের আলিম রা হচ্ছেন
Talk Doctor Online in Bissoy App