প্রথমেই ভেবে দেখা উচিত, আমরা দাখিল আলিম পরীক্ষা কেন দিই? সহজ উত্তর- জাস্ট একটা সার্টিফিকেটের জন্য। আমরা ইসলাম শেখার জন্য মাদরাসায় পড়তে চাই। আবার দুনিয়া অর্জনের জন্য সার্টিফিকেট চাই। একারণে উভয়ের সমন্বয় রাখতে গিয়েই আমরা আলিয়া মাদরাসা চয়েজ করি। অন্যথায় শুধু দুনিয়া চাইলে আমরা স্কুল ভার্সিটিতে পড়তাম। আর শুধু আখিরাত চাইলে কওমি মাদরাসায় পড়তাম...! বর্তমানে কওমি মাদরাসার স্বীকৃতি হয়ে গেছে। সার্টিফিকেট এখানেই পাওয়া যাবে। তাহলে শুধু সার্টিফিকেটের জন্য আর কেন আলিয়ামুখী হব আমরা? আপনি মেশকাতে পড়েন- বুঝমান মানুষ। আপনার তো বোঝার কথা! আপনার উচিত আপনার উস্তাদের কথা মানা। বিশেষকরে যেহেতু আর আলিয়াতে না পড়লেও আপনার উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে! আগামী বছর আপনি দাওরা পড়বেন। সরকার দাওরাকে মাস্টার্সের মর্যাদা দিয়ে সার্টিফিকেট দিয়েছে। যে জায়গায় আগামী বছর আপনি মাস্টার্সের সার্টিফিকেট পাচ্ছেন, সে জায়গায় দাখিল আলিম নিয়ে মাথা ঘামানোর কোনো মানে আছে? জেনে আশ্চর্য হবেন, কওমি মাদরাসার স্বীকৃতির পর স্কুল কলেজের প্রায় দশ পার্সেন্ট ছাত্র এখন কওমি মাদরাসামুখী! এই হার দিনদিন আরও বাড়বে। বড় বড় জেনারেল এবং কোটিপতিরা তাদের সন্তানদেরকে কওমি মাদরাসায় দেওয়ার চিন্তা করছেন! কেননা, তারা জানেন, সঠিক ও আদর্শ শিক্ষা এখানেই হয়! আর স্বীকৃতি পাওয়ার পর তো দুনিয়া অর্জনেও আর কোনো বাঁধা থাকল না! ... সুতরাং আপনি আপনার উস্তাদের কথাই মানুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ