এই লিঙ্ক দেখলে সব পেয়ে যাবেন। http://www.wifaqbd.org/New_madrasha.php

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
usmanahmad

Call

এ লক্ষে আপনাকে প্রথমে কোনো বোর্ডের অন্তর্ভূক্ত হয়ে হবে।

কেননা পড়ানোর বিষয়াদি অভিন্ন হলেও কিতাবাদি ভিন্ন।

বিষয় হচ্ছেঃ

কওমি মাদরাসার পাঠ্যতালিকার সংক্ষিপ্ত ধারণা দেয়া হলো।

যাতে শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত বিষয়ভিত্তিক তালিকা দেখানো হয়েছে। --

শিশু শ্রেণি

১। দ্বীনিয়াত ও সংস্কৃতি ২। আরবি অক্ষর পরিচয় ৩। বাংলা ৪। গণিত ৫। ইংরেজি।

প্রথম শ্রেণী (প্রাথমিক ১)

১। দ্বীনিয়াত ২। ইসলামি তাহযিব। ৩। বাংলা ৪। গণিত ৫। আরবি ৬। ইংরেজি।

দ্বিতীয় শ্রেণি (প্রাথমিক ২)

১। দ্বীনিয়াত ও তাজবিদ ২। ইসলামি ফিকহ ও তাহযিব। ৩। বাংলা ৪। গণিত ৫। ভূগোল ও সমাজ ৬। উর্দু ৭। আরবি ৮। ইংরেজি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ