কোর্টে কখনো বিয়ে হয় না বিয়ে করার ঘোষণা দিয়ে হলফনামা করা হয় মাত্র। অনুমোদিত কাজী দিয়ে বিয়ে পড়ানোর সময় কাবিননামায় যে দেনমোহরের অংক উল্লেখ থাকবে সেটাই আদায় করতে হবে আর দেনমোহর স্ত্রীর অধীকার বা হক তাই তালাক হউক বা না হউক দেনমোহর আদায় করা স্বামীর জন্য ফরজ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ