শেয়ার করুন বন্ধুর সাথে

ইশার নামাজ পড়ার আগে তারাবির নামাজ পড়া যায় না। তাই আগে ইশার নামাজ পড়তে হবে। এরপর তারাবিতে শরিক হতে হবে। তবে যে মসজিদে নির্দিষ্ট ইমাম মুয়াজ্জিন আছেন এবং নিয়মিত জামাতে নামাজ হয়, সে মসজিদে (ইমামের জামাতের পর ভিন্ন মুসল্লিরা মিলে) দ্বিতীয় জামাত করা মাকরুহে তাহরিমি তথা নাজায়েজ। এক্ষেত্রে একা একা নামাজ পড়তে হবে। তবে মসজিদের বাইরে কিংবা অন্য কোনো জায়গায় দ্বিতীয় জামাত করা যাবে। এ সময় মসজিদে তারাবির নামাজ চললেও সমস্যা নেই। কেননা, আগে ইশার নামাজ পড়তে হবে। ইশার নামাজ আদায়ের পর তারাবি যতটুকু পাবেন, ততটুকু পড়বেন। এরপর বাকিটুকু একা একা আদায় করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ