Namaj porun..Namaj porle mon valo thake

Talk Doctor Online in Bissoy App
Call

বেশি বেশি আল্লাহর যিকির করুন, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পরুন, বিভিন্ন ভালো কাজে ব্যস্ত থাকুন। আশা করি সাভাবিক হয়ে যাবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আস্সালামুআলাইকুম আপনি বেশি বেশি কুরআন মাজিদ তিলাওয়াত করেন , পাচঁ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করেন এবং শয়তানের কাছ থেকে দূরে থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চান।


Talk Doctor Online in Bissoy App
Call

এটা অবশ্যই একটি খারাপ ধারণা। এতে ইমান ভঙ্গ হয়ে যেতে পারে। আপনি বেশী বেশী করে আল্লাহর ইবাদত ও তার জিকির করুন। তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর শয়তানের প্রচলনা থেকে তার কাছে পানাহ চান। আর পারলে আপনি কিছু দিনের জন্য তাবলিগে যান। তাবলিগে গেলে হয়তো এই ধারণা থেকে মুক্তিপেতে পারেন। কারণ সেখানে সব সময় আল্লাহ ও তার রাসুলের গুণগান করা হয়।

Talk Doctor Online in Bissoy App
Call

ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন! 

আপনার বিষয়টি খুভই মারাত্মক। আল্লাহ তায়ালা আপনার

মঙ্গল ও সুপথে পরিচালিত করুন, আমিন।

আপনি উক্ত সমস্যা থেকে বেচে থাকতে আমি কিছু পরামর্শ

দিচ্ছি নিম্নরূপ :- 

  • আপনি প্রথমে দৈনিক পাচ ওয়াক্ত নামায যথাযথভাবে আদায় করুন।
  • তারপর, ইসলামি কিতাব-বই পড়ে বেশি বেশি করে ইসলাম সম্বন্ধ্যে জানুন।
  • দৈনন্দিন জীবনে আলেমের সাথি হোন এবং ভালো বন্ধু নির্বাচন করুন।
  • দলীল, প্রমাণসহ ইসলাম সবন্ধ্যে জানুন। তাহলে, আপনি বিভ্রান্ত হবেন না।
  • সর্বদা আল্লাহ কে ভয় করুন।
আশাকরি, উক্ত নিয়মে চললে আল্লাহ তায়ালা  আপনার সমস্যা দূরীভূত করবেন।


Talk Doctor Online in Bissoy App
Call

এই চিন্তা গুলা আপনার ঈমান ধ্বংস করে দিবে।

নিজেকে এর হাত থেকে রক্ষা করুন।

কেন আপনার ভিতর শান্তির ধর্ম ইসলাম ধর্ম নিয়ে কুচিন্তা

ঘুরে বেড়াই।!?

আপনি কী কখনো ভেবে দেখেছেন আপনি এই জগতে

আসলেন কী করে.!?

কে নিয়ে আসলো আপনাকে।!?

হয়তো উত্তর এটা দিবেন আপনার মা আপনাকে জন্ম

দিয়েছেম তাই আপনি এই জগতে এসেছেন।

কিন্ত এক বার ভেবে দেখুন আপনি আপনার

মায়ের পেটের ভিতর কীভাবে প্রবেশ করলেন।

নিশ্চয় এটা বলবেন না কেউ আপনাকে আপনার মায়ের

পেটের ভিতর ঢুকিয়ে দিয়েছে।!!!!????

কখনো ভেবা  দেখেছেন এই বিশাল আকাশ কে সৃষ্টি

করেছে!!!???

নিশ্চয় বলবেন কোন দেবতা

কারণ নাস্তিক রা এটাই মনে করে থাকেন।

কিন্ত এটা ভুল ধারনা যদি কোন দেবতা এই বিশাল

আকাশ কে সৃষ্টি করে থাকে।

তাহলে সেই দেবতাকে কে সৃষ্টি করলো.!???

কোন এক সময় এই গুলা নিয়ে ভেবে দেখেন

আপনার মনের ভিতর যা ঘুরে বেড়ায় তার সব উত্তর পেয়ে

যাবে।

পবিত্র কুরানে সব বর্ণা দেওয়া আছে

আপনার কাছে অনুরোদ রয়লো এক বার

কুরান পড়ার তাহলে আপনার সব চিন্তার অবসান হবে

এবং আপনি সব কিছু জানতে পারবেন। 


Talk Doctor Online in Bissoy App