আমি ইন্টারনেট দেখলাম একজন মেয়ে পুরুষের থেকে ম্যাচুর হয় সমবয়সীতে আর জেনারেশন গ্যাপ থাকে কিন্তু তা মন থেকে ভালবাসলে বিয়ের পর কোনো সমস্যা দেখা দেবে?

ব্যাখ্যা করে বলবেন?


শেয়ার করুন বন্ধুর সাথে

বিয়ে হয়, তবে সম বয়সী বিয়েতে জগড়া বেশি হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি যেট দেখেছেন সেটা কোন নাটক, বা ছবি

এই নাটক বা ছবিতে অনেক কিছু হয় না বাস্তব জীবনের

সাথে মিল থাকে না।

সমবয়সী বিয়ে খুব কম হয়।

মনে করেন একটা ছেলের বয়স ১৮ বছর সে ইন্টার ১ম

বর্ষে পড়ে,। অন্যদিকে একটা মেয়ে তার বয়স ১৮ বছর সেও

ইন্টার ১ম বর্ষে পড়ে।

এখন তারা যদি বিয়ে করতে চাই।

সেটা কিন্ত হবে না।

না মেনে নিবে আমাদের সমাজ না মেনে নিবে দেশের

আইন না মেনে নিবে তাদের পরিবার ।

সমাজের লোকেরা নানা প্রকার কথা বলবে।

আইন বলবে ছেলের বয়স হয় নাই।

বাবা মা বলবে এই ছেলে আমাদের পছন্দ নয়।

অপর দিকে তারা যদি পালিয়ে বিয়ে করে এবং

কিছু দিন পর ফিরে আসে তখন কোন কোন বাবা মা

সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের মেনে নেয়।

আবার কোন কোন বাবা মা মেনে নেন না।

আশা করি আপনি বুঝতে পেরেছেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যা সম্ভাব। মনে করেন আপনার বয়স 22 এবং যাকে বিয়ে করছেন তার বয়স 22। এখন যদি আপনার এবং তার পরিবার মেনে নেয়। তাহলে কোন সমস্য নেই। আর বিয়ের বোঝা পড়াটা ও ভাল হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ