হ্যা ক্ষতি হবে । অামলকি প্লাস সিরাপ টার আসলে কোনো লাইসেন্স নেই অাসলটা খেলে উপকার পাবেন ঠিক তবে এটার প্বার্শ প্রক্রিয়া বেশী অতিরিক্ত খাওয়ার ফলে কিডনি তে চাপ পড়ে শরীরে পানি জমে যায়, শরীর সাস্থ্য মূলতঃ পানি জমার কারনেই হয় আসলে সাস্থ্য বাড়েনা শরীরে পানি জমে যাওয়ার কারনেই এমন টা মনে হয় .. খাওয়া বন্ধ করলে আবার সেই আগের মতোই হয়ে যায় শরীর..

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

এটি অনুমোদন বিহীন ঔষধ, এটি সেবন করলে খাওয়ার  অতিরিক্ত রুচি বেড়ে যাবে ফলে বেশি খাওয়া হবে। তাই বেশি খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত পানি ও চর্বি জমে সাময়িক ভাবে শরীর মোটা দেখাবে, এর ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ সমূহ ক্ষতিগ্রস্ত হবে। এটি খাওয়া বন্ধ করলে আবার চিকন হয়ে যাবেন। তখন অরুচি খিটখিটে মেজাজ ঘুমের সমস্যা, বিষন্নতার মতো উপসর্গ দেখা দিবে খন রুচি বাড়ার ভিটামিন ও কাজ করতে চায় না। এটি খেলে শরির মোটা থাকবে, খাওয়া বন্ধ করলে, স্বাভাবিক খাওয়ার রুচি ও চাহিদা কোন টাই থাকবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ