আমি অনেক আগে প্রায় দেড় বছর আগে ৩টা আমলকি সিরাপ খেয়েছিলাম খাওয়ার পর জানতে পারি এর পার্শ্বপ্রতিক্রিয়া আছে,। খাওয়ার পর অনেক মোটা হয়ে গিয়েছিলাম। আর এখোনো অনেকটা মোটাই আছি। আমি শুনেছি আমলকি সিরাপের প্রভাব ৪-৫মাস থাকে তারপর আবার আগের মত হয়ে যায়। কিন্তু আমার দেড় বছর হলো মোটাই আছি আগের মত চিকন আর হইনি। খাবার চাহিদাও অনেক। কিন্তু আমার মুখোমন্ডল একটু বেশই মোটা হয়েগেছে। আমি জানতাম যে এটা এর পার্শ্বপ্রতিক্রিয়া, কিন্তু দেড় বছর হলো মুখোমন্ডল মোটাই আছে। তাহলে কি প্রভাব আছেই? আর যদি না থাকে তাহলে কি আমার সাস্থ্য সত্যিই হয়েছে?
শেয়ার করুন বন্ধুর সাথে

অবশ্যই ক্ষতিকর।

যা খেয়েছেন তো খেয়েছেন, আর খাবেন না।

এটার সাথে ওরা বিভিন্ন উপাদানের পাশাপাশি

ডেক্সামেথাসন নামে একটা উপাদান মিশায়, যার কাজ

হচ্ছে প্রসাবে বাধা সৃষ্টি করা, তাই কিছু পানি শরীরে জমতে

থাকে।


যেহেতু আপনার শরীরে মানিয়ে গেছে

চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ