আমি জানতে চাই যে Bcs পরীক্ষা দিতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ।  এবং প্রতিটি  academic পরীক্ষা যেমন ssc  Hsc এই ধরনের পরীক্ষা গুলোতে সর্বনিন্ম কত পয়েন্ট থাকতে হবে  bcs পরীক্ষায় অংশগ্রহন করতে হলে । 


Share with your friends

অনার্স কমপ্লিট করে বিসিএস এর যোগ্যতা অর্জন করতে হয় । আর বিসিএস পরীক্ষার যোগ্যতায় শিক্ষাজীবনে সর্বোচ্চ একটি তৃতীয় বিভাগ গ্রহনযোগ্য । বাকিগুলো দ্বিতীয় বিভাগ/প্রথম বিভাগ হলেই বিসিএস পরীক্ষা দেয়া যাবে ।

Talk Doctor Online in Bissoy App

বিসিএস দেয়ার সাধারণ যোগ্যতা 

হলো চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক(সম্মান) 

পাশ হতে হবে।যদি তিন বছর মেয়াদি 

স্নাতক হয়, তবে স্নাতকোত্তর কমপ্লিট করে

 তবেই বিসিএস এর জন্য আবেদন করা

 যাবে। আর  রেজাল্টের ক্ষেত্রে একটি 

পাবলিক এক্সজামে ৩য় শ্রেনী গ্রহণযোগ্য 

তবে একের অধিক নয়। সোর্সঃ ইন্টারনেট

Talk Doctor Online in Bissoy App