আমি একজন স্টুডেন্ট ইনটার ১ম ইয়ার এ পড়ি আমি একটি ছোট ব্যবসা করতে চাই যেটি দিয়ে আমার খরচ চালাতে পারি..এবং পরে ব্যবসা টি আরো বড় করতে পারি এরকম কোন ব্যবসা থাকলে আইডিয়া দেন..কত টাকা যাবে সব মিলিয়ে? প্লিজ হেল্প মি
শেয়ার করুন বন্ধুর সাথে

খুব কম পুজি নিয়ে আপনি পান, সিগারেটের দোকান দিতে পারেন। পাশাপাশি সম্ভব হলে চাও রাখবেন। এতে আপনার অবস্হানুযায়ী বিনিয়োগ করতে পারেন। ৫০০০/= থেকে ২০০০০/= পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এছাড়া আপনি মৌসুমী ফলের ব্যবসাও করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ফলের ব্যবসা করতে পারেন বেশ ভাল লাভজনক ব্যাবসা। পরে ব্যবসা আরো বড় করতে পারবেন। ১০-১৫ হলেই আপনি ফলের ব্যবসা শুরু করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একেক জন একেক ব্যবসায় সফল, তাই আপনিও যে কোন কিছু করেই সফল হতে পারেন, তবে অল্প পুজিতে তাও মিনিমাম ১ লক্ষ টাকা হলে আপনি স্যান্ডেল বা স্লিপার তৈরির কারখানা দিতে পারেন। খুভি লাভ জনক ব্যবসা। 


প্রাপ্ত বয়স্ক সাইজের সেন্ডেল বানাতে খরচ সর্বোচ্চ ৩০-৩৫ টাকা, বিক্রি ৮০-৯০ টাকা। 

যদি ঘন্টায় তৈরি করেন ১২০-১৫০ পিস স্যান্ডেল, তাহলে প্রতি ৮ ঘন্টায় পাবেন ১২০x৮= 960 পিস, মাসে পাবেন- ২৮৮০০ পিস। 

যদি ১০ টাকা করেও লাভ করেন, তাহলে লাভ ২৮৮০০০ টাকা, খুভি ভালো লাভ আশা করি। 

মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় সহজেই। 

বিস্তারিত পড়তে ব্লক দেখুন -http://mahaditrade.blogspot.com/2017/09/blog-post.html?m=1
এখানে সুন্দর করে বুঝানো হয়েছে। 
মেশিন পাবেন কিনতে পারেন-
 Sandals Making Machine 
ABC ENGINEERING (ME) LTD
01977886660, 01758631813

মেশিন এর প্রাইস ও কম, তাই সহজ ব্যবসা। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ