শেয়ার করুন বন্ধুর সাথে

ক্যালসিয়াম আয়ন গ্রুপ ২ এর একটি মৌল। এর জারণ সংখ্যা +২। অর্থ্যাৎ এটি  একটি ধনাত্মক আয়ন। অপরদিকে আ্যামোনিয়াম আয়ন একটি যৌগমূলক যার জারণ সংখ্যা +১। অর্থ্যাৎ এটিও ধনাত্মক আয়ন। বিক্রিয়া করতে হলে ধনাত্মক আয়নের সাথে ঋণাত্মক আয়নের সংযোগ ঘটাতে হবে। তা না হলে এধরণের বিক্রিয়া সংঘটিত হতে পারে না। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে ধনাত্মক ও ঋনাত্মক আয়নের সংস্পর্শ থাকতে হবে এবং বিক্রিয়া সংঘটিত হওয়ার পর উৎপন্ন যৌগটির জারণসংখ্যার যোগফলের মান শূণ্য হতে হবে। তাই ক্যালসিয়াম আয়ন অ্যামোনিয়াম দ্রবণের সাথে বিক্রিয়া করে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ