যেহেতু  H( হাইড্রোজেন) এর পারমাণবিক সংখ্যা 1 এবং একটিমাত্র ইলেকট্রন নিয়ে গঠিত হয় । সেহেতু কীভাবে ইলেকট্রন ত্যাগ করে H+ সৃষ্টি করে?
Share with your friends
ArfanAli

Call
H যদি কোনো পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় এবং যদি H ও পরমাণুটির মধ্যে তড়িত্‍ ঋণাত্নকতার পার্থক্য থাকে , তবে অধিক তড়িত্‍ ঋণাত্নক পরমাণুটির আকর্ষণে H এর শেয়ারকৃত তার দিকে আংশিকভাবে স্থানান্তরিত হয়। ফলে অধিক তড়িত্‍ঋণাত্নক পরমাণুটি আংশিক ঋণাত্নক চার্জ এবং H পরমাণু আংশিক ধনাত্নক চার্জ লাভ করে। যেমনঃ
সমযোজী বন্ধনে আবদ্ধ HCl যৌগে Cl অধিক তড়িত্‍ ঋণাত্নক।
তাই H এর ইলেকট্রনটি Cl এর আকর্ষণে তার দিকে আংশিকভাবে স্থান্তরিত হয়।
তাই H+ আয়ন এবং Cl- আয়ন গঠিত হয়।
Talk Doctor Online in Bissoy App