পানি জলীয় দ্রবনে থাকে: H2O(l)= H+ + OH- কিন্তু H+ আয়ন স্থিতিশীল নয়। আবার, পানি পোলার অণু। পোলার অনুর Negative side(oH-) কতৃক H+ আয়ন আকৃষ্ট হয়। এবং OH- এর O এর দুই জোড়া LONE PAIR ELECTRON থাকে। এই দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন এর এক জোড়ার সাথে H+ বন্ধন গঠন করে। যার ফলে সৃষ্টি হয় H3O আয়ন। H2O + H+ = H3O+ তাই পানি পোলার হওয়ার কারণে H3O+ আয়ন গঠিত হয়।

Talk Doctor Online in Bissoy App
live_khan

Call

h2o একটি উভধর্মী যৌগ অর্থাৎ কখনো এটি h+ আয়ন দান করে আর কখনো গ্রহণ করে।যখন এটি একটি আয়ন/ইলেকট্রন দান করে তখন তার একটি ধণাত্নক চার্জ বৃদ্ধি পায় এবং সে h3o+ আয়নে পরিণত হয়।আশা করি বুযতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App