কেউ যদি তার জৈবিক চাহিদা নিয়ন্ত্রণের ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকেন তবে কোন সমস্যা নেই ইসলামের দৃষ্টিতে। পাশাপাশি জৈবিক চাহিদার তাড়নায় কারো কোন ক্ষতি বা অবৈধ শারীরিক সম্পর্কে না জড়ানোর ব্যাপারেও শতভাগ নিশ্চিত হতে হবে। কিন্তু ইসলাম বৈরাগ্যবাদ চরমভাবে নিরৎসাহিত করেছে। বিয়ে করা ও না করার উপকারিতা ও অনুপকারিতা সম্বন্ধে জানতে ইমাম গাযযালীর "সৌভাগ্যের পরশমণি" ১ম বা ২য় খণ্ড পড়তে পারেন (এই মুহূর্তে সঠিকভাবে মনে নেই)। পাশাপাশি হাদীসে কাউকে একাকী থাকতে বারণ করা হয়েছে। কারণ, একাকী থাকলে শয়তান তার সঙ্গী হয় ও কুমন্ত্রণা দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ