Call

না গোসলের পর অজু ভাঙ্গার মত কিছু না হয়ে থাকলে অজু করার প্রয়োজন নেই। যেহেতু গোসলের মাধ্যমে অজুর ফারজিয়াত গুলো আদায় হয়ে যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mdafsar

Call

না নামাজের পূর্বে গোসল করলে অজুর প্রয়োজন নেই। যদি আপনি নামাজ পড়ার আগ পর্যন্ত অজু ভাঙ্গার কোন কাজ না করেন, আর অজু করার মূল উদ্দেশ্যই হলো পবিএতা অর্জন করা, যেহুত গোসলের মাধ্যেমে আমরা পবিএতা অর্জন করি সেহুত নামাজ পড়ার আর অজু করা লাগবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গোসল করার দ্বারা উযূ হয়ে যায়। গোসল করার পূর্বে উযূ করা হোক বা না হোক। কারণ গোসলের মধ্যে উযূর অঙ্গগুলো ধৌত হয়ে যায়। তবে গোসলের পূর্বে উযূ করা সুন্নাত। আর গোসলের মাধ্যমে উযূর অঙ্গসমূহ সম্পূর্ণ ভিজে যাওয়া সত্ত্বেও গোসলের পর আবার উযূ করা মাকরূহ। সুনানে তিরমিযী; হাদীস ১০৭, রদ্দুল মুহতার ১/২৯৪, মাসাইলে উযূ; পৃষ্ঠা ৩৭, মাসাইলে গোসল; পৃষ্ঠা ৪৮।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ