হ্যাঁ, একবার যৌনমিলন করলেও 

প্রেগন্যান্ট হয়। প্রেগন্যান্সির জন্য 

একাধিকবার কিংবা বেশ কয়েকদিন

সঙ্গম করা জরুরি নয়। বরং একবার

যদি সফল যৌনমিলন হয় এবং

অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে

একবারেই সন্তান হবে। কারণ, সন্তান

হওয়ার জন্য মাত্র একটি শুক্রাণু দরকার।

আর একবার যৌনমিলনের ফলে যে

বীর্য বের হয়, তাতে কোটি কোটি শুক্রাণু

থাকে। তন্মধ্যে মাত্র একটি শুক্রাণু

স্ত্রীর জরায়ুর ডিম্বাণুর সঙ্গে মিলে গর্ভ

সঞ্চার করে। আর বাকি কোটি কোটি

শুক্রাণু অকেজো পড়ে থাকে।......

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ