আমার এক বন্ধু আছে হিন্দু। ও ওর ধর্মপালন করে না,ওর ইসলাম ভালো লাগে।কিন্তু ওর বাবা-মা এর জন্য হচ্ছে না।কেননা,ও ওর মা-বাবার ধর্ম থেকে কিভাবে আলাদা হবে??তো ওকে কি এমন বই দিব যা পড়ে ও ইসলামের উপর আরও বেশি আকর্ষণ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে?? 


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি তাকে নিচের বইগুলো পড়তে দিতে পারেন: 

  • ভারতীয় নওমুসলিমদের ঈমান জাগানিয়া সাক্ষাৎকার : কালিম সিদ্দিকী : যাইনুল আবিদীন। আমি মনে করি, এই বইটাই তার জন্য যথেষ্ট। এই বইয়ে যাদের কাহিনি এসেছে, তাদের অধিকাংশইই ছিলেন হিন্দু। আর তারা পরিবারের চাপ এবং নির্যাতন সত্ত্বেও ইসলাম গ্রহণ করেছেন। 
  • আপনার আমানত : কালিম সিদ্দিকী। এটা প্রত্যেক মানুষের উপযোগী। হিন্দুদের জন্যও, মুসলমানদের জন্যও, ছোট্ট একটা বই। 
  • কেন আমরা মুসলমান হলাম Why We Embrace Islam.
  • আধুনিক বিশ্বের চল্লিশজন নওমুসলিমের আত্মকাহিনি : উবায়দুর রহমান খান নদভী
  • ফেরা। এটা দুইজন খ্রিস্টান বোনের মুসলমান হওয়ার কাহিনি। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
"তোমাকে ভালবাসি হে নবি " বইটি ভাল হবে । বইটির লেখক হিন্দু গুরুদত্ত্ব সিং, অনুবাদক আবু তাহের মিসবাহ। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্যারাডক্সিক্যাল সাজিদ,এসো আলোর পথে,মানবতার বন্ধু মুহাম্মাদ রাসূলুল্লাহ (সাঃ) 

এই বইগুলাও দিতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কবুল করুন আপনার আমানত- কালীম সিদ্দিকী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ