Call

মধুতে কোনো কোলস্টেরল নেই। সুস্থ অসুস্থ যে কেউ মধু খেতে পারেন। সুস্থ মানুষ দিনে দু’চা-চামচ মধু অনায়াসে খেতে পারেন। বেশি খেতে চাইলে শর্করা জাতীয় খাদ্য ভাত, রুটি, আলু কমিয়ে খেতে হবে। অন্যথা মোটিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে পরিমিত পরিমাণ খেলে মোটা হওয়ার ভয় নেই। হজমের গোলমাল, হার্টের অসুখ, ডায়াবেটিস প্রভৃতিরোগে আধা চা-চামচ এর বেশি মধু না খাওয়াই ভালো। পোড়া, ক্ষত ও সংক্রমণের জায়গায় মধু লাগালে দ্রুত সেরে যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বেশি মধু খেলে সাধারনত শরীল কষা হয়।পায়খানা শক্ত হয়ে যায়।এ জন্যা আপনি অল্প পরিমানে প্রতিদিন সেবন করুন।।এ ছাড়া কোন পার্শপতিক্রিয়া নেই

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
মধু খেলে বীর্য ঘন হয় এরকম প্রমানিত কোন তথ্য নেই।
যেহেতু মধুর অনেক উপকারি দিক আছে এবং স্বাস্থের জন্য খুবই উপাদেয় সেহেতু আপনি মধু খেতে পারেন। ডায়াবেটিস রোগির মধু খেলে সমস্যা হয়।যদি আপনার ডায়াবেটিস না থাকে অথবা এই পরিমানে আপনার পেট খারাপ না করে বা অন্য কোন সমস্যা না হয় তবে আপনি এ পরিমানই খেতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ