আমরা জানি,হস্তমৈথন করে বীর্য বের হওয়ার উপক্রম হলে,বীর্য বের হতে দেওয়া উচিত,না হলে কিছু বীর্য ভেতরে চলে যায়,আর কিছু বীর্য পথে থেকে যায়,যা নানা রকম সমস্যা সৃষ্টি করে,,,,কিন্তু আমার প্রশ্ন হচ্ছে::স্বপ্নদোষ হলেও অনেক সময় দেখা যায় কিছু বীর্য বাহির হলেও,অনেক বীর্যই পথে থেকে যায়,তা থেকে কি কোন সমস্যা হতে পারে?যদি সমস্যা হয়,তাহলে আমাদের করনীয় কি?কেউ ভুল উত্তর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।ইয়াকুব আলী ভাই উত্তর দিলে অনেক খুশি হবো,আর ধন্যবাদ বিষ্ময়কে যাদের সাথে থেকে অনেক কিছু জানতে পারলাম
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call
জানা আছে ঠিক আছে, কিন্তু জানার মাঝে
সামান্য ভুল আছে, বলা হয়েছে হস্তমৈথুনে
বীর্য বের হওয়ার উপক্রম হলে বের হতে দেয়া
উচিৎ, নতুবা সমস্যা হতে পারে, তবে দুই একবার
বের হতে না দিলে তেমন কোন সমস্যা নাই।

ঠিক স্বপ্নদোষের ক্ষেত্রেও তাই, স্বপ্নদোষ হলো
আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়, মানে প্রাকৃতিক!
অতএব স্বপ্নদোষে এমনটা হলে সমস্যা হবেনা

তবে স্বপ্নদোষ হলে যখনি ঘুম ভাঙ্গবে সাথে
সাথে প্রস্রাব করে নিবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ