আমার বয়স ২৫ বছর, উচ্চতা ৫ ফুট ১০ ইন্চি,

সুদর্শন,শিক্ষিত,ভদ্র ও মার্জিত একটি ছেলে আমি।

" জন্মের সময় আমার মা মারা যায়,আমি তার একমাত্র সন্তান,জীবনে কোনদিন মাকে দেখীনি, জীবনে যে ব্যাক্তি আমাকে সবচেয়ে বেশী

কষ্ট দিয়েছে সে আমার বাবা। আমার বাবা আমাকে

কুত্তার বাচ্ছা ছাড়া ডাকতো না, আর সবসময়ই আমার

সৎ মায়ের কথা শুনে আমাকে খুব মারতো। এক সময়ে

আমি মাত্র ১৪ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাই। 

আমি জীবনে অনেক কাজ করেছী, যেমন,মাটিকাটা,

টেক্সটাইলে চাকুরী, লেবার,দোকানের কর্মচারী, এবং

দীর্ঘদীন গার্মেন্টেসে চাকরী করেছী। অবশেষে আমার

খুব লেখাপড়া করার ইচ্ছে জাগলো, আমি একটা স্কুলে

নবম শের্নীতে ভর্তি হলাম, এবং ২০১৪ সালে Ssc ও ২০১৬

সালে Hsc পাশ করলাম। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়

অধিভুক্ত সরকারী তিতুমির কলেজে BSS ডিগ্রিতে পড়তেছী।

পাশাপাশি নার্সিং সায়েন্স এ ডিপ্লোমা করতেছী। কিন্তুু এর মধ্যে

কখনোনোই আমার বাবা আমার খোঁজ নেয়নি, আর মাস

গেলেই ফোনে শুধু টাকা চায় আমার কাছে, আমি যদি

বাড়িতে যেতে চাই তাহলে বলে বাড়ি আসতে যে টাকাগুলো

খরচ হবে তা যেন তাকে বিকাশে পাঠাই দেই, অযথা বাড়ি

যাওয়ার দরকার নেই। কিছুদিন আগে জানতে পারলাম

আমার বাবার সব সম্পতি আমার সৎ ভাইবোনদের নামে

লিখে দিয়েছি, এখন আমি আমার ভবিষ্যত নিয়ে খুব

চিন্তায় পড়েছী, এদিকে আমার বিয়ের বয়স পাড় হয়ে

যাচ্ছে, আমি চাচ্ছি এমন একটা ফ্যামিলীতে বিয়ে করবো

তারা যেন আমাকে তাদের ছেলের মতো করে রাখে।

অতএব এই ব্যাপারে আপনাদের সঠিক পরামর্শ ও উওর

আশা করছি।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার বাবা যেহেতু আপনার সাথে এরকম ব্যবহার করে,কিন্তু আপনার কাছ থেকে টাকা চায়,আবার সম্পত্তিও আপনাকে দেয়নি।ভাই আমি বলছি আপনি আপনার বাবার কথা ছেড়ে নিজের পায়ে দাঁড়ান।আপনি বিয়ের জন্য পাত্রি খুঁজে বিয়ে করে ফেলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আপনি প্রথমে আপনার  ‍study শেষ করুন।যেহেতু আপনার study শেষ পর্যায়ে।আপনার জীবন গড়তে যেহেতু বাবার  টাকার প্রয়জন হয়নি সেহেতু জীবন চালাতে বাবার সম্পদের  প্রয়জন হবে না।আপনি শিহ্মিত। so, ভেঙ্গে পড়বেন না।।। চাকরি হবে study শেষ হলে।তখন বিয়ে করবেন। চিন্তা করে ভেঙ্গে পড়লেেএই কূল ও যাবে সে কূল ও যাবে।কোনো লাভই হবে নাহ ধৈর্য
ধারন করুন এবং study তে মন দিন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ