আমি ২০১৬ সালে Hsc পাশ করেছি, 

ssc-4.20(উন্মুক্ত) এবং Hsc-3.17 (জেনারেল), 

ssc 2012 হওয়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 

অনার্সে আবেদন করতে পারিনী, পরে ডিগ্রি

পাশ কোর্সে আবেদন করেছি, এবং সরকারী

তিতুমির কলেজে BSS ডিগ্রি পাশ কোর্সে  চান্স

পেয়েছী। কিন্তুু সবাই বলতেছে ডিগ্রি পাশ করে

জীবনে ভালো চাকুরিতে আবেদন করতে পারবো

না, এবং ভবিষ্যতে ডিগ্রি পাশ দিয়ে কেরানীর

চাকরিও নাকি কপালে জুটবে না। তাই এখন

আমি কয়েক জায়গায় ভর্তির চিন্তা করতেছী,

কিন্তুু বুঝতে পারছি না আমার জীবনে কোনটা

ভালো হবে, উল্লেখ্য যে, আমার মা- বাবা ও ভাইবোন

কেউই নেই, পৃথিবীতে আমি একা, আপনাদের

সঠিক সিদ্ধান্ত আমার জীবনে ভালো কিছু বয়ে

আনতে পারে, নিচের কোন কোর্সটি করবো বুঝতে পারছি না? 

প্লিজ হেল্প মি? যে কোন একটি পড়ার ক্ষমতা আমার আছে 

আমার আর্থিক অবস্থা খুবই খারাপ।

১/ ডিগ্রি পাশ কোর্স ( BSS)

2/ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স & মিডওয়াইফারী

৩/ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা হোমিওপ্যাথী ডাক্তারী

 কোর্স ( DHMS)

৪/ বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে অনার্স।,






শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার আর্থিক অবস্থা যেহেতু খারাপ, সেহেতু আপনার ডিগ্রি পাশ কোর্স ( BSS) এটা করলেই ভালো হবে, আর একটা কথা মনে রাখবেন আপনি যদি ভালো রেজাল্ট করেন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন, আপনি চাইলে বি.সি.এস ক্যাডারও হতে পারবেন ভালো রেজাল্ট করলে। ভাই, আমিও অনেক গরিব ঘড়ের ছেলে টাকার অভাবে ডিগ্রীতে পড়ালেখা করছি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ