মা মারা গেছে ৬ মাস বয়সে, 

সৎ মাকে পেয়ে বাবা তাড়িয়ে

দিয়েছে ৮ বছর বয়সে, অনেক

কষ্টে খেয়ে না খেয়ে বড় হয়েছী,

জীবনে অকারনে অনেক মানুষের মাইর ও খেয়েছী।

যাই হোক এতো কষ্টের পরেও

 ২০১৬ সালে Hsc পাশ

করেছি, (ssc-4.20 & Hsc-3.17) দুটো

মিলিয়ে মোট পয়েন্ট 7.37 । বর্তমানে

 সার্টিফিকেট অনুযায়ী বয়স চলতেছে

২১ বছর, বাস্তবে ২৫ বা তারও বেশী হতে পারে।

এবার আসি আসল সমস্যায়>>> Hsc পাশের পরে

এক লোকের বুদ্ধিতে নার্সিং ডিপ্লোমাতে ভর্তি

হয়েছি, কিন্তুু যেই খরচ হচ্ছে তা দিয়ে ভালো

কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে

অনার্স করতে পারবো, কিছুদিন আগে আবার

সরকারী তিতুমির কলেজে  ডিগ্রিতে ভর্তি হয়েছি,

কিন্তুু সবাই বলতেছে ডিগ্রি পাশ করে ভালো কোন

চাকরিতে আবোদনই করতে পারবা না, তাই আর ডিগ্রি

করতে মন চাচ্ছে না। আবার এশিয়ান ইউনিভার্সিটিতে

দেখলাম ৪ বছরে মাত্র ৫২,০০০/- টাকায় বাংলায়

অনার্স সম্পন্ন করা যাবে, বর্তমানে আমি নার্সিং

ডিপ্লোমা এবং ডিগ্রি তে ১ম বর্ষে আছি, কোথাও

অনার্সে ভর্তি হইনি। এখন আমি কি নার্সিং ডিপ্লোমা ও

ডিগ্রি এই দুটো বাদ দিয়ে বাংলায়/ইংরেজীতে প্রইভেট

বিশ্ববিদ্যালয়ে অনার্স করবো,  নাকি অনার্সের চিন্তা

বাদ দিয়ে নার্সিং ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স চালিয়ে যাবো,

আমি চিন্তায় রাতে ঘুমাতে পারছি না, আপনারাই আমার

গার্ডিয়ান, দয়াকরে আমাকে আপনাদের আপন মনে করে

একটি ভালো পড়ামর্শ দিন। উল্লেখ যে সব কিছু ডিপেন্ড

করবে আমার ইনকামের উপর, সব খরচ বাদে প্রতিমাসে

আমার হাতে ৩/৪ হাজার টাকা থাকে। দয়াকরে

কেউ সু- পরামর্শ দিয়ে আমাকে হেল্প করুন,

আপনাদের পরামর্শ মতোই আমি সামনের দিকে আগাবো।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমার মতে আপনার নার্সিং ও ডিগ্রি কোর্স চালানো দরকার।ডিগ্রি পাশ করে আপনি প্রাথমিক বিদ্যালয় বা বিভিন্ন সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন।।এ ছাড়া নার্সিং কোর্স শেষ করে কোন ভালো হসপিটালে একটু টাকা খরচ করে ঢুকলে আপনার সকলটা উসুল করতে পারবে।। তা ছাড়া আপনার বয়স বেড়ে যাচ্ছে কিছুদিন পর দেখবেন লেখা পড়ার মন উঠে যাবে।তাই বছর লস না করে যা করছেন তাই করে যান।আশা করি ভালো ফলপাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ