Ashok772

Call

অবশ্যই সম্ভব।আপনি চাইলেই সব গবে।ভালো টিচার এর পরামর্শ নিন।২০১৬ ও ২০১৭ বোর্ড প্রশ্ন এবং বিভিন্ন স্কুলের প্রশ্ন প্রেকটিস করুন।মন খারাপ করবেন না।এইবার পরিক্ষা দিয়ে বুঝলাম যে টেস্ট পেপার থেকে ৮০% মিল পাওয়া যায়।পুরোপুরি না আসলেও একটু মিল থাকে।আর হেল্প ছাড়া পরিক্ষা না দিলে আপনার বন্ধু রা আরো ভালো করবে। না পারলে তখন বিপদে সাহায্য নিতেই হয়।আপনি তো পরিক্ষা তে সব পারবেন বলে কথা নয়।কিছু জিনিস মাঝে মাঝে ভুলে যায় আমরা।আর লেখা সুন্দর করবেন।কারন সুন্দর চেহারা দেখলে যেমন আদর করতে ইচ্ছা হয় তেমনি সুন্দর লেখা দেখলে নাম্বার দিতে মন চাই।আর লিখতে হবে না হলে নাম্বার দিবে না।পুরো টেস্ট পেপার পারলে প্রেকটিস করুন।আপনার চাকরি হলো পড়ালেখা।বারবার যাচাই করুন নিজেকে।পরিক্ষা নেয় এমন কোচিং এ ভর্তি হন।পুরোনো টেস্ট পেপার জোগার করুণ। দয়া করে।

Talk Doctor Online in Bissoy App