পিটিসি সাইট ও এডসেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ফতোয়া লিখতে চাচ্ছি— এসবের মাধ্যমে টাকা উপার্জন করা জায়েজ হবে কি না। মোটামুটি খসড়া হয়ে গেছে। কিন্তু আরো তথ্য দরকার। ভালো করে না জেনে যে কোনো বিষয়ে হুট করে ফতোয়া দেওয়া ঠিক না। তাই এসব সম্পর্কে আমার আরো ভালো করে জানতে হবে। এখন যারা ভালো জানেন, তারা মন্তব্যে অথবা আমার ফেসবুকে বিষয়গুলো সম্বন্ধে ধারণা দিন। (উত্তরের ঘরে দেওয়ার দরকার নেই।) ফতোয়া লেখা হলে আপনাদেরকে জানানো হবে, ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট বলবেন: ১. পিটিসি সাইটে শুধু এডে ক্লিক করলেই টাকা? নাকি অন্য কিছু আছে? টাকাটা তারা কিসের ভিত্তিতে দেয়? ২. এডসেন্স এবং অন্যান্য বিজ্ঞাপন সংস্থায় টাকা কিসের ভিত্তিতে দেওয়া হয়? শুধু বিজ্ঞাপন প্রচার করলেই? নাকি বিজ্ঞাপনের মধ্যে ভিজিটরদের ক্লিক করার শর্ত থাকে? অর্থাৎ, ভিজিটররা বিজ্ঞাপনে ক্লিক করলে সাইটের মালিক টাকা পাবে? নাকি শুধু বিজ্ঞাপনটা তার সাইটে থাকলেই টাকা পাবে?
শেয়ার করুন বন্ধুর সাথে