image


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মনে করতে পারেন এটা ভালোবাসার একটা নীতি।একটা প্রবাদ আছে না,,,ভালোবাসা যত তাড়াতাড়ি উত্তপ্ত হয়,তত তাড়াতাড়িই শীতল হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

প্রথমেই বলে রাখি অতিরিক্ত কোনকিছুই ভালো

 লক্ষনের  জন্য না।

বেশি ভালোবাসলে মনের মানুষ দূরে চলে যায় কেনো?

উত্তরঃ যদি বলি আপনি একটি মেয়েকে ভিশন ভালোবাসেন

অথচ মেয়েটি আপনাকে তেমন একটা ভালোবাসেনা,

সেক্ষেত্রে সেই মেয়ে আপনাকে ছেড়ে যেকোনো সময় যেকোনো

মুহূর্তে চলে যেতে পারে / চলে যাবে এটাই স্বাভাবিক।

কারণ,আপনি মেয়েটিকে মনে -প্রানে ভালোবাসলেও মেয়েটি

কিন্তু আপনাকে ততটা সত্যিকারের অর্থে ভালোবাসেনি।

যে চলা যাবার সে চলে যাবেই,তাকে হাজারো চেষ্টা করলে

বাঁধা দিলে আটকানো যাবেনা।

তাই এই ভালোবাসার মানুষটাকে মনের মানুষ বলা চলেনা।


আর ভালোবাসায় সবাই তো সফল হয়না,আবার সবাই অসফলও হয়না।কেউ কেউ সফল হয় আবার কেউ কেউ অসফল হয় এটাই স্বাভাবিক।

আপনি ধরে নিতে পারেন সেই অসফলতার মধ্যে আপনিও

একজন।

কিছু পরামর্শ দিচ্ছি আপনাকে :-

কাউকে বেশি ভালোবাসলেও সেটা কোনোদিন ভূলেও

আপনার সেই প্রিয় ভালোবাসার মনের মানুষটির কাছে

প্রকাশ করবেননা,যদি কোনদিন /কোনো সময় আপনি

যাকে ভিশন ভালোবাসেন সে যদি জানতে পারে তাহলে

আপনি একটি পুতুল খেলার অংশ হয়ে যাবেন।

আপনাকে সে অবহেলা করবে,আপনাকে কষ্ট দেওয়া শুরু

করবে,আপনাকে নিয়ে খেলা করবে, আপনার সাথে রাগ করবে,

আপনার সাথে অভিমান করবে ইত্যাদি ইত্যাদি।

তাই কাউকে বেশি ভালোবাসলেও সেটা নিজের মনের ভিতর

তালা দিয়ে রাখবেন। 

ভালো সবাইকেই লাগেনা, ভালো সবাইকেই বাসা যায়না,আর

যাকে ভালোবাসা যায় তাকে ছাড়া দূরে কোথাও থাকা যায়না।

কোনো পর মানুষ কষ্ট দিলে সেটা কষ্ট মনে হয়না,

কিন্তু কোনো কাছের মানুষ কষ্ট দিলে সেই কষ্টটা কোনমতেই

সহ্য হয়না।

ধন্যবাদ ভালো থাকবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ