১) এমন কারো সাথে সম্পর্কে জড়াবেন না যিনি নিজের চাদিহা সবার প্রথমে রাখে। ভাবছেন কীভাবে চিনবেন এমন মানুষ? কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে তার বর্তমান জীবনযাপন এবং অতীতের তথ্য কিছুটা হলেও জেনে নিন। এতে করেই বুঝতে পারবেন তিনি কোন ধরণের মানুষ।

২) নিজেদের গুরুত্ব নিজেরা বজায় রাখুন। সঙ্গীর উপর নিজেকে চাপিয়ে না দিয়ে নিজের স্বত্বাকে আলাদা রাখুন। নিজে অন্যায় কোনো কিছু মেনে নেবেন না বা সঙ্গীর উপরেও চাপিয়ে দেবেন না। সম্পর্ক তখনই সুস্থ থাকে যখন দুজন দায়িত্বশীল মানুষ একে অপরকে বুঝে এবং নিজেদের সম্মান বজায় রেখে সম্মানের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারেন। এতে করে সম্পর্কে প্রতারণা করার বিষয়টিই ভাববেন না সঙ্গী।

৩) আন্তরিকতা বাড়িয়ে তোলার চেষ্টা করুন। একটি গভীর সম্পর্কে থাকা মানুষ নিজের ইচ্ছা ও চাহিদার চাইতে সম্পর্ককেই বেশি প্রাধান্য দেবেন। একে অপরকে তুচ্ছতাচ্ছিল্য করলে সম্পর্কে গভীরতা আসে না। ছাড় দিতে শিখুন, সঙ্গীর সাথে আন্তরিক হোন তাহলেই সম্পর্কে প্রতারণা আসবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ