সবাই আমাকে বলে । আমি সব সময় না কি চিন্তিত থাকি ।আমি অল্প বিষয়কে গভির ভাবে ভাবি ।আমি অনেক বার চেষ্টা করেছি কোন কিছুকে অযথা চিন্তা করব না । কিন্তু তা হয় না . আর আমার সব সময় একা একা থাকতে ভাললাগে ।আর আমি এতোটা টেনশন করিযে আমার নিজেকে অনেক সময় বিব্রোত হতে হয় ছোট খাটো বিষয় নিয়ে ।কি করলে চিন্তা মুক্ত থাকতে পারব আমি ?
শেয়ার করুন বন্ধুর সাথে

একা থাকতে আমার ও ভালো লাগে। কই আমিতো অযথা চিন্তা করিনা। আপনি যে বিষয়টা নিয়ে বেশী চিন্তা করেন ঐ জিনিসটাকে সহজ ভাবে নিবেন। মনে করবেন ঐ কাজটা সামান্য, এ নিয়ে চিন্তা করার কিছু নেই। আর একটু সিরিয়াস হয়ে আপনি বর্তমানে যে পেশায় আছেন সে পেশায় মনযোগ দেন,তাহলে মাথায় বাড়তি চিন্তাগুলো আসবেনা। সমস্যাটা বেশী মনে ডাক্তারে শরনাপন্ন হতে পারেন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ