শেয়ার করুন বন্ধুর সাথে

লম্বা কাহিনী, সংক্ষিপ্ত করলাম। হিটলারের বাবার ইচ্ছে ছিল হিটলারকে তিনি চিত্রশিল্পী বানাবেন। পরে ৪ বছর ব্যবধানে তার বাবা মা দুজনই মারা যান। পরে চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন ভেঙে যায় হিটলারের। তিনি ভিয়েনাতে যান। ভিয়েনাতে এসে তিনি প্রথমে মজুরের কাজ করতেন। কখনো মাল বইতেন। এরপর রং বিক্রি করতে আরম্ভ করলেন। ভিয়েনাতে থাকার সময়েই তার মনের মধ্যে প্রথম জেগে ওঠে ইহুদি বিদ্বেষ। তখন জার্মানির অধিকাংশ কলকারখানা, সংবাদপত্রের মালিক ছিল ইহুদিরা। দেশের অর্থনীতির বেশি ভাগ অংশই তারা নিয়ন্ত্রণ করত। হিটলার কিছুতেই মানতে পারছিলেন না, জার্মান দেশে বসে ইহুদিরা জার্মানদের উপরে প্রভুত্ব করবে। এজন্যই হিটলার এতগুলো ইহুদি মেরে ছিলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ