শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ডাঃ জাকির নায়েকঃ বাজারে অনেক বই পাবেন যেখানে সালাত আদায়ের বিভিন্ন নিয়ম-কানুন দেয়া আছে। বেশিরভাগ বইয়ে আলাদা একটি অধ্যায় থাকে যে, মহিলারা কিভাবে সালাত আদায় করবে এবং পুরুষরা কিভাবে সালাত আদায় করবে। আর সেখানে নিয়মগুলোও আলাদা। সত্যি বলতে এমন একটি সহীহও হাদীস খুজে পাবেন না, যেটা বলছে পুরুষরা মহিলাদের থেকে ভিন্ন নিয়মে সালাত আদায় করবে। এমন কোনো সহীহ হাদীস নেই। আর আপনারা যদি সহীহ বুখারী পড়েন এক নম্বর খন্ডে পাবেন, হযরত উম্মে দারদা (রা)তাশাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে। (সহীহ বুখারী) তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথষ্ট জ্ঞান রাখতেন, এরকম আরো অনেক সহীহ হাদীস আছে যেগুলোর বর্ণনা দিয়েছিলেন হযরত আয়েশা (রা) এবং নবী (সা)-এর অন্যান্য স্ত্রীরা আর অন্য মহিলা সাহাবীরা। আল্লহ তাদের শান্তিতে রাখুন। আর এগুলোর উল্লেখ আছে সহীহ বুখারী ও সহীহ মুসলিম শরীফে। তবে তাদের কেউ বলেন নি যে পুরষদের এবং মহিলাদের সালাত আদায় করার নিয়ম একবারে আলাদা। উত্তরটা পরিস্কারভাবে আমার লেকচারে আগেও বলেছি যে নবীজি (সা) বলেছেন, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখো। (সহীহ বুখারী) তাহলে পুরষ এবং মহিলারা সালাত আদায় করবে একই রকম নিয়মে একই পদ্ধতিতে আশা করি উত্তরটা পেয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ