শেয়ার করুন বন্ধুর সাথে
shohanrand1

Call

এটা যে করা হয় না, তার পেছনে একটা যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক কারণ আছে। আমরা জানি, বাতাসকে উত্তপ্ত করা হলে সেটা আয়তনে বৃদ্ধি পায় এবং ফলে তার ঘনত্ব কমে গিয়ে তা হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। অর্থাৎ সোজা কথায় ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে আসে এবং গরম বাতাস উপরের দিকে উঠে যায়। মূলত এই নীতির কারণেই ফ্যান বা এসিকে উপরে রাখা হয় এবং হিটারকে নিচে রাখা হয়। ফ্যান বা এয়ারকুলার উপরে লাগানো থাকে বলে এটা প্রথমে উপরের দিকের বাতাসকে ঠান্ডা করে ফেলে। সেই ঠান্ডা বাতাস ভারী হওয়ায় নিচের দিকে নেমে আসে এবং নিচের গরম হালকা বাতাসকে উপরের দিকে পাঠিয়ে দেয়। এবার এই গরম বাতাস আবার ঠান্ডা হয়ে নিচে নেমে আসে এবং এভাবে পর্যায়ক্রমে পুরো ঘরের বাতাস ঠান্ডা হতে থাকে। এখন ফ্যান যদি উপরে না লাগিয়ে নিচে লাগানো হত, তাহলে এটা শুধু নিচের বাতাসকেই ঠান্ডা করত এবং সেই ভারী ঠান্ডা বাতাস নিচেই বসে থাকত। ফলে উপরের গরম বাতাসগুলো গরমই রয়ে যেত। একইভাবে হিটার নিচে রাখা হয় বলে এটা প্রথমে নিচের বাতাসকে গরম করে ফেলে। সেই গরম বাতাস হালকা হওয়ায় উপরের দিকে উঠে যায় এবং উপরের ঠান্ডা ভারী বাতাসকে নিচের দিকে পাঠিয়ে দেয়। এবার এই ঠান্ডা বাতাস আবার হিটারের উত্তাপে গরম হয়ে উপরের দিকে উঠে যায় এবং এভাবে পর্যায়ক্রমে পুরো ঘরের বাতাস গরম হতে থাকে। এখন হিটার যদি নিচে না রেখে উপরে লাগানো হত তাহলে এটা শুধু উপরের বাতাসকেই গরম করত এবং সেই গরম বাতাস উপরেই বসে থাকত। ফলে নিচের ঠান্ডা বাতাসগুলো ঠান্ডাই রয়ে যেত। দেখাই যাচ্ছে, প্রশ্নটা বোকার মতো হলেও উত্তরটা কিন্তু খুব একটা বোকার মতো না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ