স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত' এটি একটি জাল ও বানানো হাদিস।

এটা রাসূল  (সাঃ) বলেন নি। রাসূল (সাঃ) বলেছেন, 'স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট হতে পারে (দ্বীনের ব্যাপারে) তবে সেই স্ত্রী জান্নাতে যাবে।' (হাদিস-তিরমিজী)

রাসূল (সাঃ) আরো বলেছেন, আমি যদি নারীদের মাথা নিচু করতে বলতাম তাহলে তাদের স্বামীর সামনে মাথা নিচু করতে বলতাম। এর কারন হচ্ছে, আল্লাহ স্বামীদের বিশেষ মর্যাদা দিয়েছেন তাদের স্ত্রীদের ওপরে।  (আবু দাউদ)

এই দুই হাদিস মিলিয়ে 'স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত' এই কথা ছড়ানো হয়েছে।হাদিসে এমন কিছু লিখা নাই।

, 'মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত' (নাসাঈ) 

এটি সহিহ হাদিস,এবং এটাই সত্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ