Waruf

Call

 শুক্রানু তৈরির  প্রক্রিয়া অত্যান্ত জটিল ও দীর্ঘ প্রসেস। সেমিনিফেরাস নালিকার পুর্ন নিউসেলাস কোষ থেকে কয়েকটি ধাপে শুক্রানু তৈরি হতে বিভিন্ন মানুষ ভেদে, সময় ও দেহে পুষ্টি অনুযায়ী ৭৪- থেকে ১২০ দিন লাগে। একটি কোষ থেকে মাইটোসিসের মাধ্যমে দুটি এবং দুটি থেকে মিয়োসিসের মাধ্যমে চারটি করে স্পার্মাটিড তৈরি হয়। কিন্তু সংখ্যা বৃদ্ধি পর্যায়, বৃদ্ধি পর্যায় ও পুর্নতা পর্যায় শেষে অল্প সংখ্যাক শুক্রানু  স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ায় প্রবেশ করে। কাজেই শুক্রানু প্রতিনিয়ত তৈরি হলেও তা খুব কম। কাজেই প্রতিদিন হস্তমৈথুন করলে কমে যাবে। এছাড়া সেমিনিফেরাস নালিকায় মাতৃকোষ উৎপাদন বন্ধ হয়ে যায় তাই কমে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ