শেয়ার করুন বন্ধুর সাথে
shohanrand1

Call

চাঁদ বা উপগ্রহগুলো গ্রহের চারিদিকে না ঘুরলে সেটি গ্রহের উপর আছরে পড়ত। নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। যদি ঘূর্ণন না থাকত তবে এই আকর্ষণে একটি অপরটির মাঝে পড়ে যেত। ঘুরে কেন সেটার কারণ হচ্ছে বিগ ব্যাং এর ফলে প্রতিটা গ্রহ নক্ষত্র একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এক দিকে বিগ ব্যাংয়ের প্রসারণ বল বাইরের দিকে কাজ করে, আরেক দিকে গ্রহের আকর্ষণ বল ভিতরের দিকে কাজ করে। এই দুই বলের দফারফায় উপগ্রহ কোনও দিকেই না গিয়ে ঘুরতে থাকে। আর কৃত্রিম উপগ্রহ গুলোতে বাইরে থেকে কৃত্রিম ভাবে ঘূর্ণন বেগ দিয়ে প্রেরণ করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ