আল্লাহ তায়লা প্রাকৃতিকে অনেক ধরনের কীটনাশক তৈরী করেছেন। এর মধ্যে ডিমের খোসা একটি। ডিম থেকে ডিমের মূল অংশ বের করার পরে শুধু খোসাটি বাতাসের সাথে প্রতিক্রিয়ার মাধ্যমে খোসাটি কীটনাশকে রুপান্তর হয়। এটি প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ডিমের খোসা পোকামাকড়ের হাত থেকেও ছোট গাছ বা চারা গাছ বাঁচায় এ কারণে দেখা যায় যে অনেকেই গাছপালার চারপাশে ডিমের খোসা ছড়িয়ে রাখে। ডিমের খোসা বিচুর্ন করে আলু, শালগম, মুলা, বাদাম জাতীয় খেতে ব্যবহার করলে পোকায় ধরেনা।

Talk Doctor Online in Bissoy App