শেয়ার করুন বন্ধুর সাথে
Call

*যাঁদের মাউস ডার্মাটাইটিস আছে তাঁরা গ্লাভস পরে কাজ করুন। সম্ভব হলে কিছুদিন পর পর মাউস বদলে নিন। *তুলার বালিশ, রোমশ কম্বল ব্যবহার করবেন না। *গাছপালা, ঘাস, ফুলের রেণু - এসব থেকে যতটা সম্ভব দূরে থাকুন। *ধুলোবালি মুক্ত পরিবেশে থাকার চেষ্টা করুন। *টমেটো, বেগুণ, ডিম, গরুর মাংস ইত্যাদি খাবার খাওয়া কমিয়ে দিলে উপকার পাবেন। *যতটা সম্ভব হালকা সুগন্ধী, প্রসাধন ব্যবহার করুন। *মৃদু ক্ষারযুক্ত সাবান ও ডিটারজেন্ট ব্যবহার করুন। *অ্যালার্জির কারণ জানুন ও সেসব জিনিস থেকে দূরে থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ