Call

কেউ কেউ বলেন যে প্রিয় মানুষের সাথে যত বেশি ঝগড়া হয় তাদের সম্পর্ক তত বেশি গাঢ় আর শক্ত হয়। এই কথার আসলে কোনো ভিত্তি নেই। ঝগড়া একটি সম্পর্ককে কখনই স্থায়ী করে না বরং তাদের সম্পর্কের ভিত্তি নড়বড়ে করে তোলে। তাই যতটা সম্ভব ঝগড়া থেকে দূরে থাকা প্রয়োজন। কোনো জুটির মধ্যে ঝগড়া হলে স্বাভাবিকভাবে ছেলেরাই জিতে থাকে আর মেয়েরা হেরে যায়। কারণ অনেকে বলেন যে মেয়েরা বোকা বলে ঝগড়ার মূল গতিটাই বুঝতে পারেন না, অযথা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে উচ্চবাচ্য করে থাকেন। কথাটি আংশিক সত্য। জেনে নিন ঝগড়ার কিছু পদ্ধতি সম্পর্কে যেগুলো আপনাকে জিতিয়ে দিতে সহায়তা করবে। - ঝগড়া কখনই উচ্চস্বরে বা মাথা গরম করে করবেন না। মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে ঝগড়া করুন। এতে করে বিপরীত পক্ষের কথার পরিপ্রেক্ষিতে যুক্তি খন্ডন করার সুযোগ পাবেন। - ঝগড়ায় আপনার লক্ষ্য ঠিক রেখে সেই অনুযায়ী ঝগড়া চালিয়ে যান। ধরুন আপনার লক্ষ্য হলো কোনো যুক্তি খাটিয়ে কোনো একটি কথাকে প্রতিষ্ঠিত করা। এক্ষেত্রে কথাটিকে লক্ষ্য ধরে তার আশেপাশের বিষয় নিয়ে কথা বলুন এবং সর্বশেষে চেষ্টা করুন কথাটিকে সত্য বলে সুপ্রতিষ্ঠিত করতে। এর ফলে আপনার লক্ষ্য পূরণ হবে এবং আপনি ঝগড়ায় জিতে যাবেন। - বিপরীত পক্ষের কথা শুনুন। তাকে কথা বলার সুযোগ দিন এবং সেই কথার মধ্য থেকে ভুল ধরার চেষ্টা করুন যা আপনার মতবাদটিকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। - আপনি আসলে ঝগড়ার মাধ্যমে কী চান সেই বিষয়টি নির্দিষ্ট করুন। ঝগড়াকে কখনই ধ্বংসাত্মক রূপ দিবেন না। ঝগড়ার মাধ্যমে আপনার মূল্যায়ণটুকু করুন কিন্তু এর থেকে নেতিবাচক কোনো ফলাফল গ্রহণ করবেন না কখনই। - ঝগড়া কখনই দীর্ঘস্থায়ী করবেন না। এর ফাঁকে ফাঁকে প্রয়োজনে বিরতি নিন তবুও দীর্ঘস্থায়ী করবেন না এবং প্রিয়জনের সাথে রাগ করে কখনই ঘুমোতে যাবেন না। এতে করে আপনি শেষ পর্যন্ত হেরেই যাবেন। তাই যতটা সম্ভব নিজের বক্তব্যকে সুপ্রতিষ্ঠিত করুন তাহলেই আপনি জিতে যাবেন। তবে ঝগড়া করে আপনি জিতে গেলেন এটাই শেষ না। প্রিয় মানুষটিকে কষ্ট দিলেন কি না সে বিষয়েও সতর্ক হোন। উল্লেখ্য প্রিয়জনের সাথে ঝগড়া না করাটাই বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ সূত্র : webmd.com

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই সময় আপনি তার বেশি বেশি প্রশংসা করুন তাহলে আপনার উপর দুর্বল হয়ে যাবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ