শেয়ার করুন বন্ধুর সাথে

এ অবস্থায় ডাক্তারকে বলা ভালো হয়।।।।। তবে যদি খুব সমস্যা হয় আপনি ফ্লুগাল ১৫০ এমজি খান।।।। সপ্তাহে একটা করে খান।।।প্রথম অবস্থায় একটা খান পরের টা ৩ দিন পরে খান। এরপর সপ্তাহে একটা করে খান ৩টা সাথে একটা মলম নিন দিনে ২ বার লাগান ইশাআল্লাহ ভালো হবে।।।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অন্ডকোষ এ চুলকানি হয়ে থাকে মুলত ফাঙ্গাস সংক্রমণ এর ফলে  সুতারাং প্রতিদিন পরিস্কার পরিছন্ন থাকা উচিৎ।

আপনি ভিজে বা ঘেমে যাওয়া আন্ডারওয়ার পড়বেন না। প্রতিদিন গরম পানি দিয়ে পরিস্কার করবেন গোসলের সময় । এবং নিয়মিতভাবে পেভিসোন অথবা ফাঙ্গিসন ক্রিম ইউস করুন ২ বার আশা করি সমাধান হয়ে যাবে। তবে উক্ত ক্রিম ২/৩ দিন ইউসের ফলেও কম বুঝা না গেলে একজন চর্মরোগ বিশেষজ্ঞ কাছে যাবেন বা একজন হোমিও ডাক্তারের কাছে যাবেন। আশা করি সমাধান হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ