শেয়ার করুন বন্ধুর সাথে

পুকুরে বন্যার মাছ বেশি বেশি আটকানোর জন্য আপনি এই ধাপগুলো অনুসরণ করতে পারেন  ১। মাছ চাষের পুকুর বা জলাশয় অপেক্ষাকৃত নিচু জায়গায় হলে বন্যা আসার আগেই পুকুরের পাড় উচু করে ফেলতে হবে। এরপর পুকুরের চারদিক দিয়ে নেট দিয়ে ভালোভাবে বেড়া দিয়ে দিতে হবে। পুকুরে নেটিং করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনভাবে ফাঁকা যাতে না থাকে কিংবা নেট ছেড়া না থাকে।  ২। বন্যা পরিস্থিতিতে মাছ চাষের পুকুর বা জলাশয় পানিতে ডুবে গেলে চাষ করা সবগুলো মাছ ধরতে ব্যর্থ হলে পুকুর বা জলাশয়ে গাছের ডালপালা বা বাঁশ ফেলে রাখতে হবে। এতে জলাশয়কে মাছ আশ্রয়স্থল ভেবে নিয়ে সেখানে অবস্থান করবে। ফলে পানি কমে যাওয়ার পর এসব মাছের সাথে কিছু দেশি মাছ পুকুরে থাকলে ক্ষতির পরিমাণ কমে যাবে।  ৩। পুকুর বা জলাশয় বন্যার পানিতে ডুবে গেলে পুকুরের মাছগুলোকে আটকে রাখার জন্য কিছু সহজলভ্য খাদ্য প্রদান করতে হবে পানি কমে না যাওয়া পর্যন্ত। এতে খাদ্যের লোভে মাছগুলো পুকুর ত্যাগ করবে না ও লোকসানে হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে।  ৪। বন্যার সময় মাছ চাষের পুকুরে সম্পূর্ণ না ভাসলেও পুকুরে নোংরা কিংবা ঘোলা পানি আসতে শুরু করলে পুকুরে চুন প্রয়োগ করতে হবে। পুকুরে নোংরা পানি প্রবেশ করলে জলাশয়ে ২৫০ থেকে ৩০০ গ্রাম চুন প্রতি শতকে প্রয়োগ করতে হবে। এছাড়াও পুকুরে খড়ও ব্যবহার করা যেতে পারে।  ৫। বন্যার সময়ে ভারী বৃষ্টিপাতের কারণে পুকুরে মাছ অক্সিজেনের অভাবে খাবি খেতে পারে। এজন্য এই সময়ে নিয়মিত পুকুরে লক্ষ্য রাখতে হবে মাছের অক্সিজেনের সংকট হয়েছে কিনা। কোন কারণে পুকুরের মাছের অক্সিজেনের সংকট দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ