আমার জানামতে প্রথম পত্রের ৩য় অধ্যায় হল পেরিওডিক টেবিল যেটিকে রসায়নের প্রাণ বলা হয়।

এটির উপর দখল আনার জন্য আপনাকে প্রথম ৩০-৩৫ মৌলের সাথে খুব ভালভাব পরিচিত হতে হবে।

রসায়নে ভাল করার মূলমন্ত্র হল প্রাক্টিস।

যত বেশি পড়বেন তত বেশি জানবেন, তত বেশি বুঝবেন।

পড়াশুনার শর্টকাট নেই।

তাই মূলবই পড়তে হবে।

অনলাইনে ১০ মিনিট স্কুলের লাইভ ক্লাস দেখতে পারেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রসায়নের তৃতীয় অধ্যায় এর নাম হলো মোলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন । এই অধ্যায় সম্পর্ক ভালো ধারনা পেতে হলে আপনাকে ২য় অধ্যায় মানে গুনগত রসায়ন সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে । ইলেকট্রন বিন্যাস, পর্যায় সারনী, মৌলের নাম এবং পারমানবিক সংখ্যা ভালো করে বুঝতে হবে । বিশেষ করে আপনি একজন ভালো টিচার এর কাছে যেয়ে পড়তে পারেন । তাহলেই অধ্যায়টি সম্পর্ক আপনি ভালো ধারনা পাবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ