গরমে আর রোদে চুলের কালার নষ্ট হয়।বাইরে যেতে হ্যট বা ক্যপ দিয়ে মাথা ঢেকে নিন। নিয়মিত গোসল করুন। সাপ্তাহে ১-২ বার মাথায় স্যম্পু করুন। মাথায় বিভিন্ন হাবস,যেমন এলোভেরা জেল বা মেহেদি পাতা বেটে লাগাতে পারেন।